আপনজন ডেস্ক: ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আজই কাবুল বিমানবন্দর থেকে মার্কিনিদের বহনকারী উড়োজাহাজ আফগান আকাশে মিশে গেল। এর পর ফাঁকা গুলি ছুড়ে বিজয় উদযাপন করেছেন তালেবান যোদ্ধারা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন, 'তালেবান সদস্যরা মার্কিনিদের বিমানবন্দরে ঢুকতে বাধা দিয়েছেন।' এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, 'আফগানিস্তানে এখনো ১০০ থেকে ২৫০ জন মার্কিনি রয়ে গেছেন। তাঁরা বিমানবন্দরে পৌঁছাতে পারেননি অথবা তাঁরা উড়োজাহাজে উঠতে পারেননি।' আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার এই কাজে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা অ্যালেক্স প্লিটাস। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, তালেবান ওই মার্কিনিদের শেষ মুহূর্তে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়নি। এমন অনেকের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। লোকজন সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়া শেষ করার ক্ষেত্রে তালেবান সহযোগিতা করেনি। বিমানবন্দরের গেটের বাইরে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান।' অ্যালেক্স প্লিটাস বলেন, ‘আমাদের নাগরিকদের সেখান থেকে উদ্ধার করতে পারিনি আমরা। আমরা জানি না, তাঁরা কোথায়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct