জৈদুল সেখ, কান্দি: একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে আন্দোলন করায় চার জন ছাত্র যুব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল ভারতের ছাত্র ফেডারেশনেরঅরঙ্গাবাদে ছাত্র-ছাত্রীর ভর্তি সংক্রান্ত বিষয়ে আন্দোলন করতে গিয়ে চার ছাত্র যুব নেতৃত্বকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, কম, তফিজুল ইসলাম,সামিউল ইসলাম,জাহাঙ্গীর আলী, শরীফ আহমেদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জীবন্তী লোকাল কমিটিতে মিছিল। এদিন এসএফআই লোকাল সম্মেলনের মাধমে কমিটি গঠিত হয় তার পর মিছিল হয় উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব।
উল্লেখ্য কিছুদিন আগে সুতি- দুই ব্লকের মোট ১৪০০ছাত্র-ছাত্রী কোন স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছিল না। তারা প্রত্যেকদিন বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছে এবং হয়রানি হয়ে বাড়ি ফিরছিল। তাদেরকে কোন স্কুল কর্তৃপক্ষ ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছে না।
ফলে এই ১৪০০ ছাত্র-ছাত্রীর ভর্তি অনিশ্চিত হওয়ায় ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন অরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ছাত্র ও ছাত্রী থাকা ছাবঘাটি কে ডি বিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তার পরেই মিথ্যা মামলায় ছাত্র যুব নেতাদের ফাঁসানোর চেষ্টা করে বলে প্রতিবাদ জীবন্তিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct