আপনজন ডেস্ক: এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। সে জন্য অন্তত ১১ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কত শত রেকর্ড গড়বেন, সে নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। তবে ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সৌজন্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটা রেকর্ড এরই মধ্যে হয়ে গেল। রেকর্ডটা মাঠে নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। রোনাল্ডোর ইউনাইটেডে যোগ দেওয়ার খবর তো সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই ম্যান ইউনাইটেডের অফিশিয়াল একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এর মধ্যে ইনস্টাগ্রামের পোস্টটি গড়েছে রেকর্ড। ইনস্টাগ্রামে রোনাল্ডোর যোগ দেওয়ার ঘোষণায় যত লাইক পড়েছে, ক্রীড়া ইতিহাসে কোনো দলের কোনো পোস্টে এত লাইক কখনো পড়েনি! ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো’—এতটুকুই লেখা ছিল ইউনাইটেডের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে। এর বেশি কিছু যে আর লেখার দরকারই ছিল না। রোনাল্ডোর কাছে স্পোর্তিং লিসবন, ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ—তিনটি ক্লাবই ঘরের মতো, কিন্তু ম্যান ইউনাইটেডেই তাঁর প্রথম তারকা হয়ে ওঠা বলে ইংলিশ ক্লাবটি সব সময়ই পর্তুগিজ অধিনায়কের কাছে বিশেষ কিছু। সে ঘরেই এবার ফিরে এসেছেন রোনাল্ডো।
পোস্টে ইউনাইটেডে প্রথম দফায় রোনাল্ডোর হাসিমুখের কয়েকটি ছবি ‘কোলাজ’ করে দেওয়া ছিল। এই পোস্ট ইনস্টাগ্রামে কী দারুণ সাড়াই না ফেল দিল! এই প্রতিবেদন লেখার সময়ে ইনস্টাগ্রামে এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৯৩৬ জন। খেলাধুলার ইতিহাসে আর কোনো দলের কোনো পোস্টে এত সাড়া কখনো পড়েনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct