নিজস্ব প্রতিবেদক, সোনারপুর: দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি সময় স্কুলের নিয়মিত পঠন পাঠন বন্ধ। এই দুঃসময়ে বিশেষ করে প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান ঠিক রাখতে সমবেতভাবে শিশু বিকাশ অ্যাকাডেমি ও অনুসন্ধান কলকাতা যৌথভাবে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। নিয়মিত জ্ঞান চর্চার মধ্য দিয়েই উঠে আসে নতুন নতুন চিন্তা ভাবনা। সে কথাই উঠে আসে এদিন শিশু বিকাশ অ্যাকাডেমির সম্পাদক আবুল কাশেমের বক্তব্যে।
তিনি বলেন বিজ্ঞান শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে আমাদের সার্বিক সমাজ তথা দেশের বিকাশ হতে পারে না। এদিন কর্মশালার সভাপতিত্ব করেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, বিদ্যালয় শিক্ষা তখনই সার্থক হয় যদি একটি শিশু কাছে সেই শিক্ষা বোঝা হয়ে না দাঁড়ায়। শিশুর আনন্দের মধ্য দিয়েই শিক্ষার প্রকৃত বিকাশ হয়।
বিজ্ঞান শিক্ষার প্রসারে শিক্ষক ডক্টর সন্দীপ রায় বলেন,আমাদের চারপাশের পরিবেশের মধ্য দিয়ে যে বিজ্ঞান শিক্ষা ঘটে, ক্লাসরুম আবহে কতটা সফল হয়না। পরিবেশের মধ্যে আমাদের শিক্ষার সকল উপাদান কে খুঁজতে হবে। করোনার এই আবহে শিক্ষকদের আরো পেশাদারী এবং দায়িত্ব সহকারে শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে বলে বিশিষ্ট শিক্ষক নাঈমুল হক মনে করেন।
এছাড়া বক্তব্য রাখেন অভজিৎ বর্ধন,মোজাম্মেল হক, রুহুল আমিন সহ বিশিষ্ট শিক্ষকগণ। এই কর্মশালার দ্বিতীয় পর্বে হাতে-কলমে কিভাবে শ্রেণিকক্ষে পাঠদান আনন্দ হয়ে উঠতে পারে সুন্দর ভাবে উপস্থাপিত করেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, সৈকত গাঙ্গুলী,ডক্টর সন্দ্বীপ রায়, নাঈমুল হক, গৌরাঙ্গ সরখেল, সাহাবুল ইসলাম গাজী সহ বিশিষ্ট শিক্ষকরা। আজকের এই সভার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অনুসন্ধান কলকাতার বিশিষ্ট সদস্য আখের আলী সরদার। এলাকার শতাধিক শিক্ষক সহ শিক্ষাপ্রশাসকের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এই ধরনের কর্মশালা যত আরো বেশি করে সম্পন্ন হবে ততই সমাজ তথা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct