সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয় আজ বীরভূম জেলার সিউড়ি বাসস্ট্যান্ডে। সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে সভার শুভ সূচনা করেন সমিতির জেলা সভাপতি পার্থসারথি মুখার্জী। সমিতির প্রতিষ্ঠাতা জেলা সম্পাদক কার্তিক হাজরা সহ অন্যান্য শিক্ষকগন ও সমিতির কাজ,কর্ম,উদ্দেশ্য এবং বর্তমান পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। স্কুল খোলার দাবিতে পথচলতি মানুষদের স্বাক্ষর সংগ্রহ করা হয়। সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জন্মলগ্ন থেকে আন্দোলনের ঝান্ডা কে ঊর্ধ্বে তুলে ধরেছে, সেই ধারাবাহিকতায় স্কুল চালুর দাবিতে বর্তমানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পুজোর পরে নয় কোভিড বিধি মেনে এখনই স্কুল চালুর দাবিতে অভিভাবকসহ শিক্ষিত সমাজের স্বাক্ষর সংগ্রহের অভিযান চলছে জেলা জুড়ে।উল্লেখ্য আজ সেই কর্মসূচি ও নেওয়া হয়েছে, সংগৃহীত স্বাক্ষর নিয়ে আগামী একুশে সেপ্টেম্বর নবান্ন অভিযান করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct