আপনজন ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় কাবুলে ৬ জন শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র আফগান রাজধানী কাবুলে বিমানবন্দরের প্রতি 'আসন্ন' হুমকি সৃষ্টিকারী সন্দেহভাজনক আইএসআইএস-কের আত্মঘাতী বোমারুর একটি আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী রোববার রাতে স্বীকার করে যে হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, ' গাড়িটি ধ্বংস করার জের ধরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল। এতে আরো কিছু হতাহত হয়ে থাকতে পারে। কী ঘটেছিল, তা অস্পষ্ট। আমরা বিষয়টি তদন্ত করছি। নির্দোষ যেকোনো ক্ষতির জন্য আমরা গভীরভাবে দুঃখিত।' খবরে বলা হয়, ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct