মেদিনীপুর: রবিবার হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, জাতীয় ক্রীড়া দিবসে বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক সুশীল শিকারিয়াকে সংবর্ধনা দিল অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার সকালে মেদিনীপুর শহরের রাঙামাটির মেদিনীপুর ক্রিকেট সেন্টার কোচিং ক্যাম্পে এক অনাড়ম্বর ঘরোয়া সংবর্ধনা সভায় সুশীল শিকারিয়ার হাতে সম্মাননা স্মারক ও চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার, কৃষ্ণপ্রসাদ ঘড়া, স্নেহাশিস চৌধুরী, মণিকাঞ্চন রায়, শবরী বসু, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, সৌনক সাউ, শান্তনু ঘোষ, শুভরাজ আলি খাঁন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নেহাশিস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কোচিং ক্যাম্পের শিক্ষার্থীরা ও অভিভাবক-অভিভাবিকারা। ক্রীড় দিবসে এই রকম একটি সম্মাননা পেয়ে খুশি সুশীল বাবু। তিনি মেদিনীপুর কুইজ কেন্দ্রকে ধন্যবাদ জানান। উল্লেখ্য উঠতি ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সুশীলবাবু সেলিব্রেটি ক্রিকেট লীগের কোচ হিসেবেও কাজ করে চলেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ অভিনেতা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct