মঞ্জুর মোল্লা, নদিয়া: ভীমপুরে ব্রিজের পাল্লা ভেঙে বিপত্তি ভীমপুর গ্রাম পঞ্চায়েতের পাকুর গাছি গ্রামে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। যে ব্রিজের উপর দিয়ে দশ চাকার চাকার লরি ও বিভিন্ন রকম কয়লা ভর্তি গাড়ি পারাপার করে প্রতিদিন। এক কথায় বলতে গেলে ভীমপুর থেকে আসা প্রত্যেকটি লরি বাস এমনকি অটো টোটো বিভিন্ন রকম যানবাহনে চলাচলের একমাত্র অবলম্বন এই ব্রিজ।
সাতসকালে ব্রিজের পাশের এক পাল্লা ভেঙে নদীতে পড়ে যায় খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রাম বাসীরা ছুটে আসে এলকার মানুষ জন। বিপদজনক ব্রিজের পাল্লা ভাঙ্গা অংশটি দুটো বাশ ও লাল কাপড় বেঁধে সকলকে সচেতন করা হয়।এলাকার লোকজন সকলে মিলে সেখানথেকে যাতে ভারি যানবাহন চলাচল করতে না পারে সেজন্য গ্রাম বাসীরা বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ছুটে আসে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এক গাড়ি ফোর্স মোতায়ন করা হয় দুর্ঘটনা এড়াতে। পুলিশ দাড়িয়ে থাকা গাড়িগুলো পাস করিয়ে এমনকি বেরিকেড দিয়ে রাখে হয় যাতে ওখান থেকে কোন বড় গাড়ি গিয়ে দুর্ঘটনার কবলে না পরে।
গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান এই ব্রিজের ভাঙা স্থান মেরামত নিয়ে অতিসত্বর জেলায় আলোচনা করবেন৷ যাতে ভাঙা স্থান তাড়াতাড়ি সাড়িয়ে দেওয়া যায়। গ্রাম বাসীদের দাবি অবিলম্বে সারান হোক ব্রিজ, অন্যথায় যেকোনো সময় বড ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই ব্রীজ মেরামত না করলে যেকোনো সময় ঘটতে পারে বড়োসড়ো বিপত্তি সেই কারণে দ্রুত যাতে এই ব্রীজ মেরামত করা হয় তার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct