আব্দুস সামাদ মন্ডল, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিউ টাউন ক্যাম্পাসে ল্যাটারাল এন্ট্রি টু বিটেক পরীক্ষা দিতে এসে শুভম ঘোষাল নামক ওই ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে। সূত্রে খবর, বাঁকুড়ার জেলার বাসিন্দা শুভম বেশকিছু টাকার বিনিময়ে আরামবাগ শীতলপুরের বাসিন্দা মির্জা মোহাম্মদ মেহবুব পরীক্ষার্থীর নামে পরীক্ষা দিতে আসেন।
ধৃত নকল পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করা হয় আসল পরীক্ষার্থী মির্জার সমস্ত নথিও। এদিন পরীক্ষা চলাকালীন সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। এই ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার ঘটনা নিজের মুখেই শিকার করে নেন পুলিশি জেরাতে। পরে তাকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। বারাসাত আদালতে তোলা হয় ধৃতকে বলে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct