আপনজন ডেস্ক: এবার পাঞ্জশিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলো তালিবান। গোটা আফগানিস্তান যখন তালিবানের দখলে, তখনও প্রতিরোধ গড়ে তুলেছে পাঞ্জশির। তালিবান বিরোধী শক্তি দিন দিন পাঞ্জশিরে একজোট হচ্ছে বলে জানা গেছে।
এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে টুইটারে একাধিক পোস্ট করছেন, আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্। তালিবান বিরোধীদের নিজেদের মধ্যে ও বিশ্বের সঙ্গে যোগাযোগের রাস্তা বন্ধ করতেই ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হয়েছে।পাঞ্জশিরই একমাত্র প্রদেশ, যা তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আহমেদ মাসুদ ও সালেহ্ একই সঙ্গে তালিবান প্রতিরোধের লড়াই চালাচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে।
এদিকে কয়েকদিন আগে পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালিবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের প্রাক্তন কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে তালিবানের এ সমঝোতা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct