আপনজন ডেস্ক: ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ সেনা নিহত ও ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিবের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।
রোববার লাহিজ প্রদেশের আন-আনাদ সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। স্থানীয় অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫ সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনী র জোট। গত কয়েক বছর ধরে ইয়েমেনে হুথি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct