নিজস্ব প্রতিবেদক, হাওড়া: দাবিদাওয়া না মেটায় চলতি মাসেই ধর্মঘটে নেমেছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। পরে সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কিন্তু ফের সমস্যা তৈরি হওয়ায় বেশ কিছু দাবিদাওয়া নিয়ে আবারও ধর্মঘটের পথে সামিল হলেন তাঁরা। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন মৌড়ীগ্রাম ইউনিটের সম্পাদক রাজ কুমার চ্যাটার্জী বলেন, আগে ১৯৬টি গাড়ি চলছিল।
এখন তা করা হয়েছে ১৫৩টি। আমাদের দাবি ছিল ১৭৮টি গাড়ি চালানো হোক। এ ব্যাপারে কর্তৃপক্ষ আমাদের দাবি মানেননি। শুধু তাই নয় আমাদের দাবি ছিল লোকেশন থেকে শিফট যাতে না করা হয়। যদি করতেই হয় যাদের নিজেদের গাড়ি আছে তাদের যেন শিফট করা হয়। ভাড়া গাড়ি নিয়ে যারা ব্যবসা করেন তাদের যেন শিফট না করা হয়। এছাড়াও সরকারি নির্দেশ একজন লোক এক জায়গায় ব্যবসা করতে পারবে। এই নিয়মের স্ট্রাকচার দ্রুত পরিবর্তন করা সম্ভব হয়নি। আবেদন করা হয়েছিল আমাদের সময় দেওয়া হোক দেওয়ালি পর্যন্ত। দেওয়ালির পরে ঠিক ভাবে কাজ সেটআপ করা যাবে। এদিন ৩০০র বেশি গাড়ি কাজ বন্ধ করে রেখেছে।
এতে প্রভাব পড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদীয়ার একটি অংশ। পশ্চিমবঙ্গের যে পাঁচটি জায়গা থেকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অপারেশন হয় এর মধ্যে সবচেয়ে দুর্বল মৌড়ীগ্রাম ইউনিট। এখান থেকে অন্য রাজ্যে কোনও ব্যবসা হয় না। তবে এদিন প্লেনের তেল, কেরোসিন এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের ট্যাঙ্কার লোড করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct