নিজস্ব প্রতিবেদক, কলকাতা: ঐক্যশ্রী স্কলারশিপের সমস্যা সমাধানের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সল্টলেক অফিসে এক ডেপুটেশন দেওয়া দেওয়া হয়।
এ ব্যাপারে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাজিদুর রহমান জানান, “আমরা সোশ্যাল মিডিয়াতে স্কলারশিপের টাকা না পাওয়ার কারণ জানতে চেয়েছিলাম, এক রাতের মধ্যে প্রায় ১০ হাজারের অধিক ছাত্র-ছাত্রী আমাদের ইমেল করে তাদের সমস্যার কথা জানায়।” সাথে আমাদের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেখ সালমান ও দিলিয়ার হোসেন ভাই যোগাযোগ করেন ও সহযোগিতা করেন।
তিনি আরো বলেন, এই বছর যারা টাকা পেয়েছে তারা অনেক কম টাকা পেয়েছে, যাদের ৬৬০০ টাকা পাওয়ার কথা তারা মাত্র ৪৭০০ টাকা পেয়েছে। ব্যাংক একাউন্টে ইনভ্যালিড বা রিজেক্ট কিংবা নট রেসপন্স বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে ওয়েবসাইটে। এমনকি ২০১৭,১৮,১৯,২০ সালে প্রত্যন্ত গ্রামের প্রচুর শিক্ষার্থী এই স্কলারশিপের টাকা পাইনি সেই টাকাগুলো যাতে পাওয়া যায় তার জন্য বিত্ত নিগমের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হয়েছে। মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্বাসউদ্দীন সরদার বলেন, এই করোনা মহামারীতে অনেক অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে , এর মধ্যে যদি ছাত্র-ছাত্রীরা তাদের প্রাপ্য স্কলারশিপের টাক ঠিকমত না পায় তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আমরা চাই বাংলার প্রত্যেক সংখ্যালঘু ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের টাকাটা যেন সঠিকভাবে পায়। সেখ সালমান বলেন আমি একজন সাধারণ ছাত্র। স্কলারশিপ আমার পড়াশোনার জন্য খুবই প্রয়োজন, পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে। যে সমস্যার কারণে বৃত্তি পাওয়া যাচ্ছে না তার দ্রুত সমাধান প্রয়োজন।
মাদ্রসা ছাত্র সংগঠনেরর তরফে যেসব তাবির সপক্ষে ডেপুটেশন দেওয়া হয় তার মধ্যে অন্যতম হল, ৩ মাসের স্ট্যাটাস পরিবর্তন না হওয়া আবেদনের দ্রুত নিষ্পত্তি। অনেকেই প্রাপ্য টাকার থেকে অনেক কম টাকা পেয়েছে তা খতিয়ে দেখা। ইঞ্জিনিয়ারিং ছাত্রদের যেখানে ২৭ হাজার টাকার পাওয়ার কথা সেখানে ১৫ হাজার পাওয়ার বিষয়টি দেখা।। ব্যাংক অ্যাকাউন্টের যেসব নট ম্যাচ দেখাচ্ছে তার সমাধান করা। ওয়েটিং রেসপন্স কেসগুলো দ্রুত সম্পন্ন করা ইত্যাদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct