আপনজন ডেস্ক: কোহলিদের প্রত্যাবর্তনের গল্প লিখতে দিল না ইংল্যান্ড। আগের দিন দারুণ ব্যাটিং করে আশা জাগানো ভারতের ব্যাটিং ভেঙে পড়েছে হুড়মুড় করে। ২ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা ভারত দিনের প্রথম সেশনেই হারিয়েছে বাকি ৮ উইকেট। ২৭৮ রানে অলআউট হয়ে ইনিংস ও ৭৬ রানে হেরেছে কোহলির দল। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন নিয়েছেন ৫ উইকেট, ম্যাচসেরাও হয়েছেন ২৭ বছর বয়সী বোলার। তৃতীয় টেস্টটা জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।
হেডিংলিতে টেস্ট হারতে কেমন লাগে ভুলে গিয়েছিল ভারত। সেই ১৯৬৭ সালে এখানে ইংল্যান্ডের কাছে হেরেছিল তাঁরা। ৫৪ বছর পর আজ আবার হার। সেটিও ইনিংস ব্যবধানে। মাঝে অবশ্য হেডিংলিতে তিনটি টেস্টে মুখোমুখি হয়েছে দুদল। যার দুটিতে জিতেছিল ভারত, অন্যটি হয়েছিল ড্র।
নতুন বল নিয়ে দিন শুরু করা ইংলিশ বোলাররা চতুর্থ ওভারেই পেয়ে যায় সাফল্য। কোহলিকে নিয়ে তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করা চেতেশ্বর পূজারাকে এলবিডব্লু করেন ওলি রবিনসন। আগের দিনের রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি পূজারা। ১৮৯ বলে ৯১ রান করা ভারতীয় ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ছেড়ে দিয়ে হয়েছেন এলবিডব্লু। রবিনসনের করা বলটি পূজারার পেছনের পায়ে লাগে। আম্পায়ার রিচার্ড কেটেলবরো আউট না দিলেও রিভিউ নিয়েই উইকেটটি পায় ইংল্যান্ড। ৬ ওভার পর পূজারার পথ ধরেন অধিনায়ক কোহলি। এবারও বোলারের নাম রবিনসন।
কী করতে হবে তা বুঝতে না পেরে রবিনসনের লেংথ বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কোহলি। স্লিপে ক্যাচটি নিতে কোনো ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক রুট। কোহলি অবশ্য ফেরার আগে টেস্টে নয় ইনিংসের মধ্যে প্রথম ফিফটি তুলে নেন। ১২৫ বলে ৫৫ রান করেছেন ভারত অধিনায়ক। কোহলির বিদায়ের পর আর মাত্র ১০ ওভারই টিকতে পারে ভারত। চার টেস্টের ক্যারিয়ারে ২৩ উইকেট নেওয়া রবিনসন পরে ঋষভ পন্ত ও ইশান্ত শর্মাকে ফিরিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট পেয়ে যান। ভারতের ধ্বংসযজ্ঞে রবিনসনের সঙ্গে যোগ দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভারটন ও মঈন আলীরাও। পেসার ওভারটন নিয়েছেন ৩ উইকেট, অ্যান্ডারসন ও মঈন ১টি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct