সঞ্জীব মল্লিক, আপনজন: তৃণমূলের ছাত্র পরিষদেরপ্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলবাঁকুড়া শহরে। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁকুড়া জেলা স্কুলের মাঠ থেকে একটি বাইক ও টোটো মিছিলের আয়োজন করা হয় । এই মিছিলে বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন । বাঁকুড়ার কলেজ মোড় ভৈরবস্থান হয়ে তাঁরা রবীন্দ্র ভবনে পৌঁছন । মিছিলে সম্মিলিত টি এম সি পি সদস্যরা ঢোল বাজিয়ে তাঁদের উচ্ছাস প্রকাশ করেন । এই বিষয়ে বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুরজ বক্স বলেন যে আজ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাঁরা অত্যন্ত উৎসাহিত । তাঁরা একটি বাইক রেলির মাধ্যমে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে যাচ্ছেন যেখানে টি এম সি সুপ্রীমো মমতা ব্যানার্জি ভার্চুয়াল ভাবে তাদের সম্বোধন করবেন । এরই সাথে বাঁকুড়া খ্রিষ্টান কলেজ ইউনিট তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকেও খ্রিষ্টান কলেজ থেকে আরও একটি মিছিলের আয়োজন করা হয় । তাঁরাও কলেজ মোড় ভৈরবস্থান হয়ে রবীন্দ্র ভবনে যান এই বিষয়ে বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সোমনাথ মণ্ডল বলেন যে তাঁদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন । তাঁরা প্রতি বছর এই দিনে বাসে করে কোলকাতা যেতেন কিন্তু করোনার কারণে তাঁরা যেতে পারছেন না । তাই মমতা ব্যানার্জি ভার্চুয়াল ভাবে টি এম সি পি সদস্যদের সম্বোধন করবেন । এবং তাঁর নির্দেশ মতো কাজ করবেন যাতে আগামী দিনে টি এম সি পিকে আরও মজবুত করা যায় । অন্যদিকে বাঁকুড়া সম্মিলনি কলেজ থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় । ভৈরবস্থান হয়ে তাঁরাও বাঁকুড়ার রবীন্দ্র ভবনে যান । এখানে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি অভ্র জ্যোতি দাস বলেন যে আজকের দিনটি তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাঁরা আজ ভার্চুয়াল ভাবে মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে বাঁকুড়ার রবীন্দ্র ভবনে যাচ্ছেন । তিনি বলেন যে মমতা ব্যানার্জির নির্দেশ তাঁদের জন্য আগামী দিনের পথচলার পাথেয় হিসেবে কাজ করবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct