জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বদলের পর জেলা রাজনীতিতে নানান চর্চা উঠেছিল প্রাক্তণ জেলা সভাপতি গুরুপদ টুডুকে নিয়ে। নব নিযুক্ত সভাপতি হিসেবে যুব নেতা সৌমেন বেলথরিয়া নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের পুরনো পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন পূর্ব সভাপতি। নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন নতুন সভাপতি। তারপর নবনিযুক্ত সভাপতি সৌমেন বেলথরিয়া ডাকা জেলা তৃণমূলের প্রথম বৈঠকে অনুপস্থিত ছিলেন গুরুপদ বাবু। তাই জেলা রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা চলে। গোষ্ঠী দন্ধের প্রশ্নও প্রকট হয়। কিন্তু এত প্রশ্নের জবাব দিতে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি প্রাক্তন সভাপতি। তাই ধোঁয়াশা আর প্রশ্ন উঁকি দিচ্ছিল তৃণমূলের জেলা রাজনীতিতে। এই প্রশ্নের অনেক উত্তর পাওয়া গেল প্রাক্তন ও নতুন সভাপতির সাক্ষাতে। পুরুলিয়া জেলা পরিষদে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি গুরুপদ টুডু সাক্ষাৎ করেন দলের নতুন সভাপতি সৌমেন বেলথরিয়ার সঙ্গে। বৈঠকে বসেন তারা। কিন্তু তাদের মধ্যে কি আলোচনা হয় তা জানা যায়নি। সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি গুরুপদ বাবু। তবে তিনি বলেন, তাদের মধ্যে কোনও দন্ধ নেই। তারা একই দলের লোক, তৃণমূল কংগ্রেসের লোক, এতদিন একসঙ্গে কাজ করেছেন। আগামী দিনেও একসঙ্গে কাজ করবেন তারা। নেত্রী মমতা ব্যানার্জী সঙ্গে তিনি রয়েছেন। সমস্ত রকম ভাবে পাশে থাকবেন নতুন সভাপতির।পুরুলিয়া জেলা তৃণমূলের প্রাক্তন ও নতুন সভাপতির এই সাক্ষাতে জেলার রাজনীতি, নেতা কর্মী, সাধারণ মানুষ, রাজনীতি বিশেষজ্ঞরা কয়েকদিন ধরে চলা জেলা রাজনীতি নিয়ে চর্চার অনেক জবাব প্রশ্নের উত্তর পেয়ে গেলো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct