আপনজন ডেস্ক: করোনা ভাইরাস শুধুমাত্র মানুষের শরীরেই শনাক্ত হচ্ছে তা কিন্তু নয়। মানুষ ছাড়াও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণির করোনা শনাক্তের খবর আগেই পাওয়া গেছে। তবে এবার বিশ্বে এই প্রথম একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে। ঘটনা যুক্তরাষ্ট্রের।
আমেরিকার ওহাইয়ো রাজ্যে একটি হরিণের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই। ইউএসডিএ মুখপাত্র লিন্ডসে কোলে জানান, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct