আপনজন ডেস্ক: স্থানীয়দের মধ্যে করোনার টিকা গ্রহণে অনিচ্ছা ও উৎপাদিত ও সংগৃহীত টিকা গ্রহীতাদের প্রদানের দিন তারিখ শেষ হয়ে যাওয়ায় করোনার লাখ লাখ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। এই অবস্থায় সাধারণ নাগরিকদের মধ্যে টিকা গ্রহণে আগ্রহ বাড়াতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নানা কর্মসূচি কাজে আসছে না। টিকা গ্রহণে মোবাইল ক্যাম্পসহ দেশটির প্রত্যকটি বাড়ি বাড়ি চিঠিও পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় ডোজ সম্পন্ন করা ৬০ লাখ মানুষকে ইতিমধ্যে তৃতীয় ডোজ প্রদানের পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা উৎপাদন ও প্রদানের সময় থেকে প্রায় সাড়ে আট কোটির জনসংখ্যার দেশটির প্রায় সব নাগরিকদের জন্য কমপক্ষে দুটি করে করোনার টিকার ডোজ আগেভাগেই নিশ্চিত করেছিল জার্মান স্বাস্থ্য বিভাগ। কিন্তু দেশটির কিছু সংখ্যক সাধারণ নাগরিকদের টিকা গ্রহণে অনাগ্রহ আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। এক্ষেত্রে বায়ার্নের নাম সবার উপরে। অঙ্গরাজ্যটিতে ফেলা দেওয়া টিকার পরিমাণ ৫৩ হাজারেরও বেশি। এছাড়াও নর্দরাইন ওয়েস্টফালেন ৩ হাজার, বাডেন ভূইর্টেমবার্গে ৪ হাজার, ব্রান্ডেনবুর্গে ৫ হাজারসহ অন্যান্য অঙ্গরাজ্যে ফেলে দেওয়া টিকার পরিমাণ আরো কয়েক হাজার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct