কুতুবউদ্দিন মোল্লা, ঝড়খালি: প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানা এলাকায় বিভিন্ন রাস্তার পাশে প্রচুর গাছগাছালি ও রাস্তার মাঝে প্রচুর খানাখন্দ থাকার ফলে যান চলাচলের সমস্যা। পাশাপাশি সাধারণ মানুষের ও অসুবিধার কারণ। এছাড়াও এই সমস্ত গাছগাছালি আর রাস্তার খানাখন্দের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটে চলেছে।পুলিশের উর্দি পরে আইন শাসন পালনের পাশাপাশি সমস্ত দিক বিবেক বিবেচনা করে এলাকায় যাতে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে সেই উদ্যোগ গ্রহণ করলেন ঝড়খালি কোষ্টাল থানার আধিকারীক প্রদীপ রায়। শনিবার সকালে কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন ঝড়খালি থানার আধিকারীক শুরু করলেন রাস্তার উপর ঝুঁকে পড়া গাছের ডালপালা কেটে যাথায়াতের পথ পরিষ্কার করার কাজ।এসবের মধ্যেও রাস্তার খানাখন্দে ইট দিয়ে ভরাট করলেন। যাতে কোন যানবাহন দুর্ঘটনার কবলে না পড়ে।এদিন প্রায় চার কিলোমিটারের ও বেশি রাস্তা তারা পরিষ্কার করে। সুন্দরবনের বুকে রাজপথে নেমে পুলিশের এমন মানবিক উদ্যোগ এই প্রথম।ফলে এলাকার বিশিষ্টজনেরা ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ কে কুর্নিশ জানিয়েছেন।
হঠাৎ কেন এমন উদ্যোগ এ প্রসঙ্গে ঝড়খালি কোষ্টাল থানার এক আধিকারীক জানিয়েছে ‘আইন শাসনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোন প্রকার দুর্ভোগে না পড়ে তার জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছি।এছাড়াও কাজের অবসরে এমনটাই ধারাবাহিক ভাবে চলবে।’
প্রত্যন্ত ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ কর্মীদের এমন মানবিক উদ্যোগ প্রসঙ্গে এলাকার বিশিষ্ট শিক্ষিকা তথা জেলা পরিষদ সদস্যা শঙ্করী মন্ডল ও সুন্দরবন ট্যুর অপারেটর মোহন দাস,বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সরকার,পলাশ তরফদার পুলিশের এই কাজের প্রশংসা করে। তাছাড়া পুলিশ কর্মীরা ২৪ ঘন্টাই প্রায় ডিউটি করে থাকেন সাধারণ মানুষের জন্য।তারা তাদের পরিবার পরিজনদের কথা ভুলে সমাজের জন্য কাজ করেন। শনিবারের ঘটনাটা তারই এক উজ্জ্বল প্রমাণ। যা এর আগে সমগ্র সুন্দরবন এলাকায় আগে কখনও দেখা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct