আপনজন ডেস্ক: কাবুলে আইএসের আত্মঘাতী হামলার পর গতকাল শুক্রবার থেকে মানবিক কারণে সাময়িক সময়ের জন্য সীমান্ত খুলে দিয়েছে উজবেকিস্তান। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ উত্তরাঞ্চলীয় নাভোই প্রদেশে আফগান সীমান্ত পরিদর্শন করেছেন।
প্রেসিডেন্ট শাভকাত আরও জানান, উজবেকিস্তানে কোনো ধরনের হামলা না চালানোর বিষয়ে তালেবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে দুই বছর আগেই আলোচনা হয়েছে। আফগানিস্তানের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, তালেবান চাইলে আমরা রেলপথে বিদেশি খাদ্য সহায়তা আফগানিস্তানের মাজার-ই শরিফে পৌঁছে দিতে পারবো। কারণ আমাদের সঙ্গে ওই প্রদেশের সরাসরি রেল যোগাযোগ আছে। উল্লেখ্য, আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়। এ ঘটনার পরই মানবিক বিপর্যয়ের মধ্যে সীমান্ত খুলে দিল প্রতিবেশী দেশ উজবেকিস্তান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct