রাজু আনসারী, অরঙ্গাবাদ: মুর্শিদাবাদ জেলার সুতি দুই নম্বর ব্লকে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় বিড়ি শ্রমিক পরিবারের ছাত্র ছাত্রীরা। ভর্তি না হতে পারলে থমকে যাবে লেখাপড়া। তাদেরকে কোন স্কুল কর্তৃপক্ষ ভর্তির প্রতিশ্রুতি দিচ্ছে না। দেওয়া হচ্ছে না ভর্তির ফর্ম। বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের।
সুতি দুই নম্বর ব্লকে প্রায় ৪২০০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। এই ব্লকের সাতটি স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ আসন ২৮০০। প্রায় ১৪০০ ছাত্র ছাত্রী বুঝতে পারছেনা একাদশ শ্রেণিতে কোথায় কবে ভর্তি হতে হবে। প্রতিদিন বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছে ছাত্র ছাত্রীরা ঘুরে আসছে হতাশ হয়ে। সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের বড় অংশও, ভর্তি নিয়ে অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ভর্তি নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবক অভিভাবিকরাও।
তাই ভারতের ছাত্র ফেডারেশন এসএফ আই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই অরঙ্গাবাদ লোকাল কমিটির উদ্যোগে এলাকার সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় অরঙ্গাবাদ কলেজমোড় থেকে মিছিল করে সুতি২ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় ডেপুটেশন দেওয়া হয়।
এই ছাত্র ছাত্রীদের আন্দোলন কে ভেস্তে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার চাপ সৃষ্টি করা হলেও শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যায় ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই অরঙ্গাবাদ লোকাল কমিটির সম্পাদক মোঃ তফিজুল ইসলাম, সভাপতি জাহাঙ্গীর সেখ, এসএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক শাহ নওয়াজ হোসেন সহ এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতৃবৃন্দ।
এই আন্দোলনে ছাত্র ছাত্রীদের দাবি যেভাবে পরীক্ষা ছাড়াই আমাদের পাস করানো হয়েছে, তেমনি সরকারের দায়িত্ব আমাদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে এবং সকলের ভর্তির ব্যবস্থা করে দিতে হবে।
ডিওয়াইএফআই অরঙ্গাবাদ লোকাল কমিটির সম্পাদক মোঃ তফিজুল ইসলাম বলেন আমার সুতি দুই নম্বর ব্লক আধিকারিক কে ২রা সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। পাশাপাশি আগামী ২/০৯/২০২১ এর মধ্যে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যবস্থা না হলে বড়ো ধরনের আন্দোলনে নামার ও জাতীয় সড়ক বা রেল অবরোধের হুঁশিয়ারি দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct