সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: গত ২০ আগষ্ট লোকপুর থানার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী অজয় দে নামক এক দোকানদারের কাছে দুটি হাতের বালা সোনার বলে বিক্রি করে দুই ব্যক্তি, পঁচাশি হাজার টাকার বিনিময়ে। হুবহু হলমার্ক যুক্ত সোনার গহনা কোনো সন্দেহ নেই, পরক্ষণেই সোনা দোকানদার নিজেদের মধ্যে আলোচনা করে পরীক্ষা করতেই চিহ্নিত হয় , হলমার্ক থাকলেও আসল সোনা নয় নকল সোনা দিয়ে বিক্রেতারা ঠকিয়ে গেছে । দোকানদার তড়িঘড়ি স্থানীয় লোকপুর থানায় অভিযোগ দায়ের করেন। লোকপুর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেন। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এস আই অনিমেষ মন্ডল সহ অন্যান্য পুলিশকর্মী নিয়ে হানা দিয়ে নাকরাকোন্দা বাসস্ট্যান্ড থেকে সাঁইথিয়া থানা এলাকার সুখেন কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতেই নলহাটির বাসিন্দা রাজেশ সেখ এর নাম জানা যায়। লোকপুর থানা নলহাটি থানার সহযোগিতায় রাজেশকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। নকল সোনা বিক্রির দায়ে ধৃত দুই ব্যক্তিকে দুবরাজপুর আদালতে তোলা হয়। লোকপুর থানার পুলিশ তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে চাইলে বিচারক চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct