আপনজন ডেস্ক: হাফ কোটি টাকা ব্যয়ে নির্মিত ত্রান মন্ত্রণালয়ের নির্মাণ করা সেতুর দুই পাশে মাটি ভরাট না করায় কোনো কাজেই আসছে না। বর্ষায় জল নিচে তলিয়ে যায় সেতুটির বেশ কিছু অংশ। আর শুকনো মরশুমে সেতু পাড় হতে লাগে মই। এর ফলে সুফলের চেয়ে বরং উল্টো বিপাকে পড়তে হচ্ছে।মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতি খয়বতপুর গ্রামে সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় হাফ কোটি টাকা।এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বর্তমান সরকারের সময়ে ওই স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে দুই পাশের রাস্তায় মাটি দেওয়া হয়নি। যার কারণে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা দূর্ভোগ হচ্ছে। ইউনিয়ন পরিষদে সড়ক নির্মাণের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেলে সেতুর দুই পাশে সড়ক নির্মাণ কাজ শুরু হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct