জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: তিনি একজন শিল্পী। পুরুলিয়া তথা মানভূমের লোক সংস্কৃতিতে তার অবাধ বিচরণ। জেলা জুড়ে সরকারি, বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে একদা ঝুমুর সংগীত পরিবেশন করে দর্শকের মন হয় করেছেন। বিভিন্ন সময়ে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পুরুলিয়া জেলার শিল্পীদের দিকে। নিজের উদ্যোগে করে চলেছেন নানান লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই জেলার শিল্পীদের কাছে তিনি খুব প্রিয়। শিল্পী প্রেমী এই মানুষটি বর্তমানে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নব নিযুক্ত চেয়ারম্যান হংসেস্বর মাহাতো। নতুন দায়িত্ব পেয়ে ভুলে যাননি তার শিল্পী প্রেম। সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। কোভিড পরিস্থিতিতে গত দেড় বছর ধরে অনুষ্ঠান বন্ধ। তাই মঞ্চে ফিরতে না পেরে সমস্যায় পড়েছেন পুরুলিয়ার শিল্পীরা। অনেক শিল্পী আছেন যারা লোক শিল্পী নন তাই সরকারি ভাতা পান না। শুধু মাত্র মঞ্চের উপর নির্ভর করেই সংসার চালান। এবং অন্যান্য সরকারী ভাতা প্রাপ্ত শিল্পীরাও মঞ্চ বন্ধ থাকার কারনে সমস্যায় রয়েছেন। সরকারী ১০০০ টাকা মাসিক ভাতায় সংসার চালানো যাচ্ছে না। তাই কোভিড বিধি মেনেই মঞ্চে ফিরতে চান তারা। পুরুলিয়া জেলা তৃণমূলের নব নিযুক্ত চেয়ারম্যান হংসেস্বর মাহাতো বলেন, তিনি একজন শিল্পী তাই শিল্পীদের অবস্থা বোঝেন। দীর্ঘ দেড় বছর ধরে প্রায় সমস্ত বেসরকারী অনুষ্ঠান বন্ধ। কাজ নেই শিল্পীদের। কোভিড পরিস্থিতিতেও যাতে বিধি মেনে বেসরকারি অনুষ্ঠান শুরু করা যায় তার জন্য উদ্যোগী হয়েছেন তিনি। বেসরকারি অনুষ্ঠান চালু করার এবং সরকারি অনুষ্ঠানে যাবে সব শিল্পী অনুষ্ঠান করার সুযোগ পান তার জন্য জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকের সঙ্গে এবং সংশ্লিষ্ট অন্যান দপ্তরের অধিকারিকদের সঙ্গে খুব শীঘ্রই আলোচনায় বসবেন তিনি। এবং যাতে জেলার শিল্পীরা আবার মঞ্চে ফিরতে পারে তার ব্যবস্থা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct