আপনজন ডেস্ক: নিয়মিত চশমা পরলে নাকের দু'দিকে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে একসময় এই দাগ আরও গাঢ় হয়ে যায়।তাই প্রাথমিক অবস্থায় এই দাগ দূর করা জরুরি। তবে কীভাবে দূর করবেন এই দাগ? প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ দূর করা যায়। প্রথমে লেবু ও মধুর মিশ্রণ মিশিয়ে ব্যবহার করতে পারেন চশমার দাগ। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে। যা যেকোনো দাগ তুলতে পারে। এজন্য এক চা চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে দাগ দূর হবে। কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।
এরপর তা নাকের দু'পাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চশমার দাগ চলে যাবে। ত্বকও ভালো থাকবে। অ্যালোভেরা জেল যেকোনো দাগ দূর করতে পারে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আস্তে আস্তে দাগ উঠে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct