আপনজন ডেস্ক: তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে সাফ বলে দিলেন, 'ইসলামে গান-বাজনা নিষিদ্ধ। তাই আশা করছি, আমরা লোকজনকে এ ধরনের কর্মকাণ্ড না করার বিষয়টি বোঝাতে পারব, তবে চাপ প্রয়োগ করে না।’এর আগে নব্বইয়ের দশকে তালেবান শাসনকালে আফগানিস্তানে গান-বাজনা, টেলিভিশন ও চলচ্চিত্র কড়াভাবে নিষিদ্ধ ছিল। আর কেউ এই নিয়ম অমান্য করলে তাঁকে শাস্তি পেতে হতো। কিন্তু ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে তালেবান উৎখাত হলে দেশটিতে সংঙ্গীতচর্চার ব্যাপক প্রসার ঘটে। সেখানে প্রচুর কনসার্ট ও উৎসব হতো। এমনকি আফগানিস্তানে ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিক প্রতিষ্ঠা হয়। সেখানে নানা অনুষ্ঠানও উদযাপন করা হয়। পাশাপাশি দেশটির সব মহিলা অর্কেস্ট্রা দেশে ও বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছেন। এদিন জাবিউল্লাহ বলেন, 'মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিত্তিহীন। মহিলাদের সব সময় ঘরেই থাকতে হবে বা মুখ ঢেকে রাখতে হবে, এমন নয়। পুরুষ অভিভাবক ছাড়া মহিলারা বাইরে বের হতে পারবেন না, এটাও ঠিক নয়। যেসব মহিলা তিন দিন বা এর বেশি সময়ের জন্য কোথাও যেতে চান, সেখানে পুরুষ অভিভাবক লাগবে। মহিলারা আগের মতোই তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলেও তিনি আশ্বাস দেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct