আপনজন ডেস্ক: কাবুল থেকে কুকুর-বিড়াল-গাধাসহ প্রায় ২১২টি প্রাণীকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। এর মধ্যে আছে ১৪০টি কুকুর, ৬০টি বিড়াল ও ১২টি গাধা। এর আগে তালেবান যোদ্ধাদের হাতে কাবুল দখল হয়ে যাওয়ার পর নিজের দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দফায় দফায় সেনা ও বিমান পাঠিয়েছে ইংল্যান্ড। আফগানিস্তানে দীর্ঘদিন যাবৎ পশু সেবামূলক দাতব্য সংগঠন পরিচালনা করে আসছিলেন ব্রিটিশ নৌবাহিনীর সাবেক সদস্য পল ফার্থলিং। সেখানে শতাধিক কুকুর, বিড়াল, গাধাসহ স্টাফদের নিয়ে কাজ করতেন তিনি। সম্প্রতি তালেবানদের হাতে ক্ষমতা চলে যাওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পল। তাই নিজের প্রাণী ও স্টাফদের উদ্ধারে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানান তিনি। একটি কার্গো বিমানে করে প্রাণীগুলো নিরাপদে কাবুল বিমানবন্দর থেকে নেওয়ার জন্য বড় অঙ্কের অর্থ সংগ্রহ করেন ফার্থলিং।কিন্তু বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি একেবারেই নাজেহাল। ১৪০টি কুকুর, ৬০টি বিড়াল ও ১২টি গাধা বিমানবন্দর পর্যন্ত আনাটাই জটিল মনে করছেন তিনি। তাদের এ কাজে ব্রিটিশ সরকার, বিশেষ করে দেশটির পরিবেশমন্ত্রী সরাসরি সহযোগিতা করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct