এম মেহেদী সানি, কলকাতা: ‘সারা পৃথিবীতে শিক্ষকতার পেশাটা সবচেয়ে উত্তম পেশা, আমি মনে করি এর থেকে প্রতিপত্তি এবং সম্মান অন্য কোন পেশায় নেই.’ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিচালনায় ‘ভার্চুয়াল ওয়ার্কশপ’ -এর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে রাজ্য সরকারের বিভিন্ন কর্মপদ্ধতি তুলে ধরেন তিনি। ভার্চুয়াল ওয়ার্কশপে উপস্থিত শিক্ষক দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন ‘দয়া করে মন দিয়ে আপনারা ট্রেনিংটা করেন, ক্লাসে গিয়ে যদি ভালো করে না পড়াতে পারেন তাহলে, শিক্ষকদের সম্মানটা শেষ হয়ে যাবে।’
বুধবার সল্টলেকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ে মাওলানা আবুল কালাম আজাদ ভবনে অনুষ্ঠিত এই কর্মশালায় মাদ্রাসা শিক্ষা দপ্তরের সভাপতি ডাঃ আবু তাহের কামরুদ্দিন বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও পঠন-পাঠনের মান্নোয়নে জন্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি আগামী দিনগুলোতে ছাত্র-ছাত্রীদের ভার্চুয়াল ক্লাসে যোগদান করার জন্য আহ্বান করেন।
সংশ্লিষ্ট বোর্ডের সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ‘রাজ্য সরকার যেভাবে শিক্ষার আধুনিকীকরণে অগ্রগতি এনেছে তা দেশের জন্য রোল মডেল। আমরা দেখেছি ২০১১ সালের পর থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। বিদেশিরাও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদকে অনুসরণ করে এটাই আমাদের বড়ো প্রাপ্তি’ বলে মন্তব্য করেন একেএম ফারহাদ সাহেব।
তিনি আরও বলেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্ত্রী গোলাম রাব্বানী সাহেবের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষা পর্ষদ মডেল হিসেবে আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে।’
এদিন ভার্চুয়াল ওয়ার্কশপে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব গোলাম আলী আনসারী, অতিরিক্ত সচিব মাননীয় ওবাইদুর রহমান, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব রেজওয়ানুল করিম তরফদার, উপসচিব আজিজার রহমান, সাবানা সামিম, জুলফিকার আলী, এক্সপার্ট কমিটির সদস্য রাতুল গুহ, পূর্ণেন্দু চ্যাটার্জীসহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct