সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর। তিনি বিডিও ভাঙড় ২ ব্লকের। তাঁর নাম কার্তিক চন্দ্র রায়। তাঁর জন্য বরাদ্দ নীলবাতি গাড়ী, ঝাঁ চকচকে সরকারি বাড়ী। সেই তিনিই কিনা মাটিতেই বসে পড়লেন মানুষের সহায়তার জন্য। বুধবার ছিল ভাঙড় ২ ব্লকের ভগবানপুর অঞ্চলের পিঠাপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্প। বিডিও কার্তিক চন্দ্র রায় এদিন সেখানে যান। আমেনা বিবি নামের এক বিশেষভাবে সক্ষম মহিলা ‘মানবিক’ প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য আসেন। বিডিও সাহেবকে দেখে না চিনেই মানবিক প্রকল্পের ফর্ম সম্পর্কে জানতে চান ওই মহিলা।
বিশেষভাবে সক্ষম ওই মহিলার সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ফর্ম ফিলাপে সাহায্য করেন বিডিও। ঘাসের উপর মাটিতেই বসে পড়েন তিনি। মহিলার ফর্ম পূরণ, ফটো সাঁটা, স্টাপলার করা থেকে জমা-যাবতীয় কাজ বিডিও নিজ হাতেই করেন। পরবর্তীতে মহিলাটি জানতে পারেন মাটিতে বসে যিনি তাঁর ফর্ম ফিলাপ থেকে জমার কাজ করেছেন, তিনি ভাঙড় ২ ব্লকের বিডিও। বিডিওর পরিচয় জানার পর ওই মহিলাসহ উপস্থিত সবাই বিস্মৃত হন। মহিলাটি বিডিওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সাধারণ মানুষ বিডিওর এই কাজের ভূয়সি প্রসংশা করেছেন। এদিন বিডিও কার্তিক চন্দ্র রায় জানান, “ বিশেষভাবে সক্ষম মহিলাটি যাতে দ্রুত মানবিক প্রকল্পের সুবিধা পান, তার চেষ্টা করছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct