আপনজন ডেস্ক: কোনও কারণ না দেখিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন দাঙ্গায় অভিযুক্ত ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিল যোগী আদিত্যনাথ সরকার।উত্তরপ্রদেশে সরকারের তরফে আইনজীবী বিজয় হংসরিয়া এই অভিযোগ প্রত্যাহারের কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টে। তিনি শীর্ষ কোর্টে বলেছেন, কর্নাটকে ও তামিলনাডুতে দাঙ্গায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কারণ না দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করেছে সেখানকার রাজ্য সরকার। উত্তরপ্রদেশেও তাই হল।
যদিও উত্তরপ্রদেশ সরকার যে ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছে তাদের মধ্যে রয়েছেন মুজাফফর নগর দাঙ্গায় অভিযুক্ত বিধায়ক সঙ্গীত সোম, সুরেশ রানা, কপিল দেব ও বজরং দল নেত্রী সাধ্বী প্রাচী। জানা গেছে, উত্তরপ্রদেশে ২০১৩ সাল থেকে ৫১০টি দাঙ্গার ঘটনা ঘটেছে। আর তাতে ৬৮৬৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই সব দাঙ্গায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়। তবে মাত্র ১৭৫টি মামলা উত্তরপ্রদেশ সরকার চার্জশিট দিতে পেরেছে।
তাই দাঙ্গায় অভিযুক্ত শাসক দল বিজেপির বিধায়ক সহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঙ্গলবার সুপ্রিম কোর্টকে বলা হয়, উত্তরপ্রদেশ সরকার ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গার সাথে সম্পর্কিত ৭৭ টি মামলা প্রত্যাহার করেছে, যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধ রয়েছে। প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আর্জি জানিয়েছিলেন আইন প্রণেতাদের বিরুদ্ধে দ্রুত মামলা নিষ্পত্তি করা হোক। সেই মামরার শুনানি হয়।
সিনিয়র অ্যাডভোকেট বিজয় হানসারিয়া, যিনি এই বিষয়ে অ্যামিকাস কিউরি নিযুক্ত হয়েছেন, অ্যাডভোকেট স্নেহা কলিতার মাধ্যমে দায়ের করা তার রিপোর্টে বলেছেন যে, রাজ্য সরকার বলেছে যে ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গার সাথে সম্পর্কিত ৫১০ টি মামলা মিরাট জেলার পাঁচটি জেলায় নিবন্ধিত হয়েছিল ৬৮৬৯ জন আসামির।
এই ৫১০ টি মামলার মধ্যে ১৭৫ টি মামলায় চার্জিশিট দাখিল করা হয়েছে, ১৬৫ টি ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে, ১৭০টি মামলা বাদ দেওয়া হয়েছে। তারপরে রাজ্য সরকার ফৌাজদারির ৩২১ ধারায় এর অধীনে ৭৭টি মামলা প্রত্যাহার করেছে। সিআরপিসি -র ৩২১ ধারার অধীনে মামলা প্রত্যাহারের জন্য রাজ্য সরকার কোনও নির্দেশ দেয়িনি। এতে কেবল বলা হয়েছে যে প্রশাসন সম্পূর্ণ বিবেচনার পরে নির্দিষ্ট মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেছিলেন যে আইপিসির ৩৯ ধারার অধীনে ডাকাতির অপরাধের সাথে সম্পর্কিত অনেক ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিজয় হানসারিয়া সুপ্রিম কোর্টে আর জানান, ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গায় ৩২১ ধারায় ৭৭টি কেস তুলে নেওয়া হয়। সেগুরো ৪০১ ধারায় হাইকোর্টের তত্ত্বাবধানে নজরদারি করা হবে। তিনি আরও জানান, কর্ণাটক সরকার এরকম ৬২টি মামলা প্রত্যাহার করেছে কোন কারণ ছাড়াই, তামিলনাড়ু চারটি মামলা প্রত্যাহার করেছে, তেলেঙ্গানা ১৪ টি মামলা প্রত্যাহার করেছে এবং কেরালা ৩৬ টি মামলা প্রত্যাহার করেছে।
হানসারিয়া আদালতের এক নির্দেশ দাখিল করে জানান, হাইকোর্টের নির্দেশ ব্যতীত একজন বর্তমান প্রাক্তন এমপি বা এমএলএর বিরুদ্ধে কোনও মামলা প্রত্যাহার করা হবে না। জানসারিয়অ আরও জানান, তার প্রতিবেদনে শীর্ষ আদালতকে বলেছে যে রাজনৈতিক এবং বহিরাগত বিবেচনার জন্য মামলা প্রত্যাহারের ক্ষেত্রে রাষ্ট্রের বারবার ক্ষমতার অপব্যবহারের পরিপ্রেক্ষিতে, আদালত ইতিমধ্যে নির্ধারিত নির্দেশিকা ছাড়াও কিছু নির্দেশনা জারি করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct