আপনজন ডেস্ক: দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে আসছেন। কিন্তু মোদি সরকার রা কাড়ছে না। তাই রাজ্যের কোষাগারে টান পড়েছে। সেজন্য কোনও বড় প্রকল্পের দিকে না এগোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিলেন বুধবার নবান্নে আয়োজিত তফশিলী অ্যাডভাইসরি কাউন্সিল পুনর্গঠনের সভায়। সেই সঙ্গে রাজনীতি না দেখে মানুষের জন্য কাজ করার কথা বললেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যেসব বিধায়করা এই মিটিংয়ে হাজির ছিলেন।
তবে, শুধু বড় প্রকল্পের দিকে নয় বিধায়করা কিংবা সরকারি অফিসে যাতে খরচে লাগাম দেওয়া যায় ফের তার সতর্কবাণী দিলেন মুখ্যমন্ত্রী। দিনকয়েকে আগেই একাধিক মন্ত্রীকে হাত উপুড় করে খরচ করতে বারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছিলেন, সরকারের আর্থিক অবস্থা এখন এমন নয় যে যথেচ্ছ খরচ করা যাবে। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন, আপনারা কেউ হুটহাট খরচ করবে না। আমাকে আগে জানাবেন। বুধবার তফসিলি অ্যাডভাইজারি কাউন্সিল পুণর্গঠনের সভার শুরুতেই মমতা সমস্ত সদস্যদের উদ্দেশে বলে দিলেন, বড় প্রকল্প কিছু চাইবেন না। তা সরকার দিতে পারবে না। কারণ সরকারের এখন সেই আর্থিক সঙ্গতি নেই।
বুধবার নবান্নে তফশিলি অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার মানুষের কিছু আবদারের কথা তুলে ধরতে গেলে মুখ্যমন্ত্রী তাকে বলেন, ভুল করলে সংশোধন করো। তুমি জনতার নেতা। বিধায়ক হলে কে তোমার লোক কে তোমার লোক নয়, সেটা দেখার দরকার নেই। নেতাকে সবার জন্য কাজ করতে হবে। তোমার কাছে সবাই সমান। তুমি কাউকে এবিসিডি গ্রুপ করবে না। সবার জন্য ভাবতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct