আপনজন ডেস্ক: সম্প্রতি জার্মানিতে দেখা গেছে আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিজ্জা সরবরাহের কাজ করছেন। জানা যায়, আজ বুধবার তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কমলা রঙের পোশাক পরে, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গেছে। সাদাত আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন। সাইকেলে পিজ্জা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।
এক টুইটে ওই সাংবাদিক দাবি করেন, কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুই বছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানান, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন। জানা গেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে সাদাত পাড়ি দেন জার্মানিতে। দেশ ছাড়ার বছর খানেক আগেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct