আপনজন ডেস্ক: গোটা আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে কাবুল বিমানবন্দরে। বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে তালেবানদের ভয়ে দেশত্যাগী আফগানদেরও সরিয়ে নিচ্ছে আমেরিকা। এদের মধ্যে একটি দলকে উগান্ডা পাঠিয়েছে তারা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। জানা গেছে, সাময়িকভাবে ওই আফগানদের সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে। উগান্ডা সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছে, উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল। এ নিয়ে উগান্ডা সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা' আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct