সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: ভারতবর্ষের “ইমপেক্ট ইন্ডিয়া” ফাউন্ডেশনের উদ্যোগে বীরভূম জেলার চিনপাই রেলওয়ে স্টেশনে ইম্পেক্ট ইন্ডিয়া’র লাইফ লাইন এক্সপ্রেস পৃথিবীর প্রথম হাসপাতাল ট্রেনের ২১৪ তম প্রকল্পের সূচনা হয় রবিবার। উদ্বোধন করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন এই শিবিরের ব্যবস্থাপক রেল কর্তৃপক্ষের চন্দ্রকান্ত দেশপান্ডে সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই হাসপাতাল ট্রেনে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জেলা ব্যাপী প্রচার ও চালানো হয়।শিবিরে চোখের সার্জারি, কানের সমস্যা, হাত- পা অঙ্গবিকৃতি, ঠোঁটের সার্জারি, মুখ, স্তন, কার্ভিকেল ক্যান্সারের স্ক্রিনিং, ব্লাড প্রেসার, ব্লাড সুগার টেস্ট, দাঁতের পরীক্ষা এবং সার্জারি ও করা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে আগামী ৫ ই সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য ইম্পেক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের প্রথম লাইফ লাইন এক্সপ্রেস ট্রেন হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। এদিন ট্রেনের সিনিয়র অপারেটিং চন্দ্রকান্ত দেশপান্ডে জানান, রাজ্য সরকার,বীরভূম জেলা প্রশাসন এবং স্থানীয় মানুষজনের সহযোগিতায় প্রথম পরিষেবা দেওয়া হচ্ছে বীরভূমের মাটিতে। ইম্পেক্ট ইন্ডিয়া ফাউন্ডেশন গত তিরিশ বছর ধরে
ট্রেন হাসপাতালের মাধ্যমে ১২ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছে। পাশাপাশি ১ লক্ষ ৭০ হাজার সার্জারি এই ট্রেন হাসপাতাল থেকে করা হয়েছে।সোমবার থেকে শুরু হয়েছে চোখের অপারেশন, সূচী অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে চারজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা চলে আসেন, বাকিরা ও যথাসময়ে চলে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct