আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত এক কনেস্টবল মুহাম্মদ ফরমান দাড়ি রেখেই তার ডিউটি পালন করছিলেন। সেসময় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে দাড়ি কেটে ডিউটি করতে বলেন। কিন্তু সেই বারণ শোনেননি ফরমান। দাড়ি রেখেই পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না মানায় তাকে ২০২০ সালের ৫ নভেম্বর চাকরি থেকে সাসপেন্ড করা হয়। সেই নির্দেশের বিরুদ্ধে ফরমান পুলিশে কর্মরত অবস্থায় দাড়ি রাখার আবেদন জানিয়ে এবং তার সাসপেন্ডের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজেশ সিং চৌহান ফরমানের সেই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, উত্তরপ্রদেশ পুলিশের আইন অনুযায়ী পুলিশে কর্মরত অবস্থায় দাড়ি রাখা যাবে না। এ ব্যাপারে জানা গেছে, ২০২০ সালের ২৬ অক্টোবর উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এক নির্দেশ জারি করে। ওই নির্দেশে কর্মরত অবস্থায় কোনও পুলিশকে দাড়ি রাখা যাবে না। দাড়ি কেটে কাজে যোগ দিতে হবে। শুধুমাত্র শিখ পুলিশদের দাড়ি রাখার অনুমতি মিলবে। সে নির্দেশ পাঠানো হয় ফরমানের কাছেও। কিন্তু ধর্মপ্রাণ ফরমান সেই নির্দেশ মানতে না চাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়।
পরে জানা যায়, অযোধ্যার পুলিশ সুপারের নির্দেশে ফরমানের বিরুদ্ধে এই সাসপেনশন। ২০২১ সালের ২৯ জুলাই তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে গেলেও ধর্মপ্রাণ ফরমানের শেষ রক্ষা হল না। এলহাবাদ হাইকোর্টের গঠিত বেঞ্চ তার আবেদন পত্রপাঠ খারিজ করে দেয়। এর পলে, কোনও মুসলিম শুধু নয়, কোনও হিন্দু ব্যক্তিও উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত হলে দাড়ি কেটে কাজে যোগ দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct