আপনজন ডেস্ক: তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দারাবাদ শহরের রবি কুমার । সেখানেই শিক্ষার্থীদের গণিত পড়ান ৫৭ বছর বয়সী এই শিক্ষক। ছাত্রছাত্রীদের গণিতের ভীতি দূর করতে সৃজনশীল উপায় খুঁজতে গিয়ে অরিগ্যামির জগতে প্রবেশ করেন তিনি। কাগজ দিয়ে নানা জিনিস বানিয়ে সেগুলো শিক্ষার্থীদের গণিত শেখাতে ব্যবহার করছিলেন তিনি।
রবি কুমার অরিগ্যামির মাধ্যমে কাগজ ভাঁজ করে একে একে হাজারের বেশি ময়ূর বানান। আর এটাই তাঁকে এনে দেয় স্বীকৃতি। তাঁর নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। নিজ হাতে বানানো ১ হাজার ৭৭৬ অরিগ্যামি ময়ূরের প্রদর্শনী করেন সেকেন্দারাবাদ শহরের কেন্দ্রীয় বিদ্যালয়ের কলামন্দির মিলনায়তনে, গত বছরের ১৫ নভেম্বরে। বিশ্বে এটাই ছিল অরিগ্যামি ময়ূরের সবচেয়ে বড় প্রদর্শনী। গিনেস কর্তৃপক্ষ চলতি বছরের ২৪ জুলাই তাঁকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বিশ্ব রেকর্ডের সনদ প্রদান করে।
ভারতের জাতীয় পাখি ময়ূর। তাই ময়ূর বানিয়ে গড়া বিশ্ব রেকর্ড রবি কুমার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে উৎসর্গ করেছেন মাতৃভূমিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct