আপনজন ডেস্ক: খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ত্বকের ধরণ, শারীরিক বা হরমোনের সমস্যার কারণ ছাড়াও ব্যবহৃত প্রসাধনীর প্রভাবে ব্রণ হয়। ত্বক-বিশেষজ্ঞ ডা. আইরিশ রুবিন বলেন, 'শ্যাম্পু, কন্ডিশনারের মতো চুলের প্রসাধনী ইত্যাদি ব্রণের কারণ হতে পারে, তাই এই সকল প্রসাধনী সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।' চুলের রেখা, পিঠ, ঘাড় ইত্যাদি স্থানে ব্রেক আউট দেখা দিলে তা চুলের প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে বলে জানান ডা, রুবিন।সাধারণত, গাল ও থুতনিতে হরমোনের কারণে এবং পিঠ, গলা ও চুলের রেখায় ব্রণ ব্যবহৃত প্রসাধনীর কারণে হয়ে থাকে। ডা রুবিন লক্ষ্য করেছেন যে, পিঠে ব্রণ ঘাম ও পোশাকের কারণেও হতে পারে। তিনি বলেন, 'শরীরচর্চা করা, আটঁসাঁট পোশাক পরা ঘাম বাড়ায় ও দেহে আটকে থাকে যা মৃতকোষ ও ব্যাক্টেরিয়ার সঙ্গে মিশে ব্রেক আউট সৃষ্টি করে।' তাই, তিনি আটঁসাঁট পোশাক না পরার ও শরীরচর্চার পরে দ্রুত পোশাক পাল্টে ফেলার পরামর্শ দেন। অধিকাংশ ‘ব্রেক আউট’য়ের সমস্যা চুলে কমেডোজেনিক প্রসাধনী ব্যবহার করার জন্য হয়। বিশেষত ত্বক যদি তৈলাক্ত বা ব্রণ প্রবণ হয়ে থাকে। তাই যে কোনো পণ্য ব্যবহারের আগে ত্বকের ধরন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।আদৌ চুলের প্রসাধনীর জন্য ব্রণ হচ্ছে কি-না তা বুঝতে কয়েকদিনের জন্য এগুলো ব্যবহার বন্ধ রাখুন। তার মানে এই নয় যে চুলের যত্ন নেওয়া বন্ধ করতে হবে। চুল ও ত্বকের একসঙ্গে যত্ন নিতে আরও বেশি ত্বক-বান্ধব প্রসাধনী ব্যবহার করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct