আপনজন ডেস্ক: গ্রীসের ইভিয়া দ্বীপের দক্ষিণাংশে সোমবার ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক দমকল কর্মী কাজ করছে। তাদের কাজে সহায়তা করতে বিমানের সাহায্যে আকাশ থেকে পানি ফেলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে দাবানলে ব্যাপক ক্ষতির দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে এ দাবানল ছড়িয়ে পড়ল।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, এথেন্স নিউজ এজেন্সি জানায়, ফিগিয়া গ্রামের কাছে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। সেখানের পার্শ্ববর্তী দু’টি এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দাবানল ক্রমেই উপকূলীয় পর্যটন গ্রাম মরমারির দিকে ধেয়ে আসছে। ফলে সেখানের কর্তৃপক্ষ প্রয়োজন হলে লোকজনকে সরিয়ে নিতে নৌযান প্রস্তুত রেখেছে।
গ্রীক ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দমকল বাহিনীর ২০ টি গাড়ি, আকাশ থেকে পানি ফেলার তিনটি বিমান ও দু’টি হেলিকপ্টারের সাহায্যে ৪৬ দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালাচ্ছে। গ্রীসের অনেক এলাকার জন্য দাবানল ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে বলে কর্তৃপক্ষ বলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct