আপনজন ডেস্ক: তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকে জি-৭ জোটের দেশগুলির বেঠকে বসার কথা ছিল। এবরি আফগানিস্তান ইস্যুতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন জি-৭ জোটের নেতারা। জানা গেছে, তালিবানের সঙ্গে বিশ্ববাসীর সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জি-৭ বৈঠকে তালিবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানাবে ব্রিটেন। আর বৈঠকটি পরিচালনাও করবে ব্রিটেন। জোটের অন্য সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতায় তালিবানকে মেনে নিতে চায় না ব্রিটেন। তালিবানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, জি-৭ বৈঠকে তালিবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আরো আলোচনা হতে পারে। ব্রিটেন এরই মধ্যে জি-৭ নেতাদের তালিবানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গ্রহণের বিষয়ে বিবেচনার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রশাসনের কাছে বরিস জনসন আবেদন করেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে ৩১ আগস্টের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব হবে না। সে কারণে মার্কিন বাহিনী যেন আরো কিছুদিন কাবুলে থাকে।
উল্লেখ, উদ্ধারকাজ চালানোর জন্য ব্রিটেনের এক হাজার সেনা কাবুল বিমানবন্দরে রয়েছে। মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলে ন্যাটোর অন্য দেশগুলোও তাদের সেনা সরাতে বাধ্য হবে। এ পরিস্থিতিতে জি-৭ বৈঠকে বসতে যাচ্ছে। বালখি বলেন, তালিবান নেতারা শুরুতে কাবুলে প্রবেশ করতে চাননি।
তিনি বলেন, ঘটনাপ্রবাহ এত দ্রুত ঘটে যে সবাই অবাক হয়ে যায়। আমরা যখন কাবুলে প্রবেশ করি, তখন এ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুরুতে ঘোষণা করেছিলাম, আমরা কাবুলে প্রবেশ করতে চাই না। আমরা কাবুলে প্রবেশ করার আগে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে চেয়েছিলাম। আমরা কাবুলে প্রবেশের আগেই একটি যৌথ ও অন্তর্ভুক্তমূলক সরকার চেয়েছিলাম।
তিনি বলেন, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের স্থানগুলো থেকে সরে গেলে আমরা আমাদের বাহিনীকে কাবুলে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে বলি। তালিবানের সর্বোচ্চ নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদা এখন পর্যন্ত পুরোপুরি নীরব রয়েছেন।
বালখি বলেন, এখন আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের বাহিনীর মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অন্যদের ওপর কোনে আইন চাপিয়ে না দেয়া। আমরা আমাদের বাহিনীর মাধ্যমে সমাজের জন্য উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের কোনো সদস্য কোনো কিছু চাপিয়ে দিলে তাকেই আমরা প্রথমে শাস্তি দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct