অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার প্রতিবাদে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করল পশ্চিমবঙ্গগ আদিবাসীকল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা। মূলত যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত নন তারা ও জাতিগত শংসাপত্রষপাচ্ছেন। অথচ এর ফলে যারা প্রকৃত আদিবাসী তারা জাতিগত শংসাপত্র পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি ব্লক আদিবাসী অধ্যুষিত। অভিযোগ বিভিন্ন ব্লক এলাকায় সংশ্লিষ্ট দপ্তরে অথবা বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে নিচ্ছেন অনেকে।এর ফলে সরকারি চাকুরি থেকে আরম্ভ করে অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা অনেকটাই বঞ্চিত হচ্ছেন। এরই প্রতিবাদে সোমবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করল আদিবাসী কল্যাণ সমিতি। এদিন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করে জেলা শাসক কে ডেপুটেশন দেন দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা।
এবিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল অ্যাডহক কমেটির সদস্য রমেশ কিস্কু জানান,আমরা দেখতে পাচ্ছি যারা প্রকৃত আদিবাসী নয় তারা আদিবাসী শংসাপত্র পাচ্ছে। কয়েক বছর থেকে এবং বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প থেকেও আবেদনের ভিত্তিতে অনেকেই জাতিগত শংসাপত্র পেয়ে যাচ্ছে। অথচ তারা আদিবাসী নয়। এরই প্রতিবাদে আজ আমরা জেলাশাসক এবং মহকুমা শাসকের কাছে স্মারক লিপি তুলে দিলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct