নিজস্ব প্রতিবেদক, হাওড়া: আল আমিন ফাউন্ডেশন ও হাওড়া পাঁচপাড়ার বাসিন্দাদের উদ্যোগে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিতরণ করা হয়। খলতপুর গ্রামে মোট ৫০০ জনকে ত্রাণ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের প্রাক্তন আমলা মোঃ মোতালেব আলী সরদার তথা আল আমীন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আরো উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কর আধিকারিক শাহীন আলম সরদার, সমাজসেবী নাসিম মোল্লা, ইব্রাহিম মুর্শিদাবাদি, আক্তার আলী মোল্লা, কাজী লস্কর প্রমুখ। এর আগে পতাকা গোষ্ঠীর অর্থ সাহায্যে সুন্দরবনের ইয়াস সাইক্লোন দুর্গতদের পাশে ও আল আমিন ফাউন্ডেশন দাড়িয়েছিল।
সুন্দরবনের ৭ ব্লকে মোট ৩৫০০ হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছিল আল আমিন ফাউন্ডেশন। এবার হওড়ার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল। এ ব্যাপারে আর আমিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও দুর্গতদের পাশে ত্রাণ সাহায্য নিয়ে হাজির হয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, হাওড়া জেলার বিভিন্ন এলাকার দুর্গতদের জন্যও কাজ করে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct