সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: বীরভূম জেলার বোলপুর শহর তথা জেলাবাসী পেতে চলেছে একটি মেডিকেল কলেজ। বোলপুর শহর সংলগ্ন মুলুক নিমতলার উপকণ্ঠে প্রস্তাবিত নবনির্মিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন রাজ্যের বস্ত্র ও ক্ষুদ্র, মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়, স্বাধীন রাষ্ট্রের সভাপতি মলয় পিঠ, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ সহ অন্যান্যরা।শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রসঙ্গে একটি বৈঠকে বোলপুর মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘক্ষন আলোচনা হয়। মেডিকেল কলেজ জন্য ইতিমধ্যেই মিলেছে রাজ্য সরকারের ছাড়পত্র। স্বাস্থ্য দপ্তরের ইন্সপেকসনের পরই কেন্দ্রের ছাড়পত্রের ভিত্তিতে শুরু হবে ভর্তি। তাই এই মেডিকেল কলেজ ডাক্তার শিক্ষা নতুন দিশা দেখাবে বলে আশা বীরভূমবাসীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct