মঞ্জুর মোল্লা, নদিয়া: নদীয়ার ইছামতি নদীকে কচুরিপানা মুক্ত করতে শ্রীমা মহিলা সমিতির আহব্বানে সাড়া দিয়ে স্বেচ্ছাশ্রম দিতে এগিয়ে আসলেন গ্রামবাসীরা রানাঘাট দু’ নাম্বার ব্লকের দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রাম থেকে বনগাঁ পর্যন্ত ৫৪ কিলোমিটার মিষ্টি জলের ইছামতি এখন কচুরিপানা বদ্ধ হয়ে আছে। নারায়নপুর থেকে বাজিতপুর পর্যন্ত নদীর কচুরিপানা এবং আবর্জনা মুক্ত করছেন নদী গ্রামসভার নদী যোদ্ধারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। পরিষ্কার করবা কাজ চলছে। ইতিমধ্যে ১৪ কিলোমিটার নদী এখন কচুরিপানা মুক্ত হয়েছে। ৪৫ জন নদী যোদ্ধা স্বেচ্ছাশ্রম দানের কাজ করছেন। স্হানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শ্রীমা মহিলা সমিতির সহযোগিতায় এই কাজটি করা হচ্ছে।
স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বারংবার জানানো সত্ত্বেও নদীকে কচুরিপানা মুক্ত না করার জন্য স্থানীয় মানুষেরা উদ্যোগী হয়ে ঔ এই কাজে ব্রতী হয়েছেন। কচুরিপানা বদ্ধ থাকার কারনে মশা মাছির উপদ্রব বাড়ছে এবং নদীর পাড়ের মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। নদীর জল দূষিত হয়ে পড়ছে মাছ মারা যাচ্ছে, নদীতে কেউ স্নান করতে পারছেন না। নদীর জল কোনো ভাবেই ব্যবহার করা যাচ্ছে না। স্থানীয় গ্রামবাসীরা নিজেরাই নদীকে বাঁচানোর লড়াইয়ে নেমেছেন। রাজ্য নদী বাঁচাও কমিটির আহ্বায়ক জ্যোতির্ময় সরস্বতী জানালেন এইভাবে রাজ্যের সমস্ত নদীগুলির পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা এগিয়ে এসে নদী গুলো বাঁচানোর কাজে যুক্ত হলে তবে নদী বাঁচবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct