আজিজুর রহমান, গলসি: গলসিতে সরকারি এফ সি আই গোডাউনের গেটে আন্দোলন করে বিক্ষোভ দেখালেন গলসি লোকাল ট্রাক অনার্স কল্যান সমিতি। এদিন সকাল থেকে গলসি এক এবং দুই নম্বর ব্লকের শতাধিক সদস্য সরকারী এফ সি আই গোডাউনের গেটে মঞ্চ করে আন্দোলন শুরু করেন। সাথে যোগদেন গাড়ির চালক ও খালাসীরা। গাড়ি মালিক রাজীব রায় ধীরাজ সেখ, স্বপন মল্লিকরা বলেন, দিনে দিনে আমরা শেষ হয়ে যাচ্ছি। লক ডাউনে জেরে আমাদের পরিবার গুলিতে দুর্দশা নেমে এসেছে। এই সময় গোডাউন কর্তৃপক্ষ সাথে সাথে ট্রান্সপোর্ট মালিক আমাদের গাড়ি লোড না দিয়ে বাইরের গাড়ি লোড দিচ্ছেন। যার জেরে তাদের ঋনের বোঝায় পাহাড় হয়েছে। ফলে আমাদের ছ শো পরিবারের রুজিরুটিতে টান পরেছে। তাছাড়াও বহু গাড়ির চালক ও খালাসীদের পরিবারে টান পরেছে। গলসি লোকাল ট্রাক অনার্স কল্যান সমিতির সভাপতি ইমামুল হক বলেন, বছর ধরেই শুরু হয়েছে করোনা মহামারী। তার জন্য শুরু হয়েছে লকডাউন। ফলে তাদের জীবন জীবিকায় টান পরেছে। টানের কারনে গাড়ির কিস্তি দিতে পাচ্ছেন না তাদের এলাকার ট্রাক মালিকরা। তাদের সাথে সাথে সমস্যায় পড়েছেন গাড়ি চালক থেকে খালাসী সকলেই। এমন সময় স্থানীয়দের গাড়িতে লোড না দিয়ে বাইরের গাড়িতে লোড দিচ্ছে গলসির এফ সি আই গোডাউন কতৃপক্ষ। দিনের পর দিন গেটের বাইরে দাড়িয়ে রয়েছে তাদের সব গাড়ি। তাই দুর্দশা আর সহ্য না করতে পেরে গোডাউনের গেটে বিক্ষোভে সামিল হয়ছেন তারা। সমস্যার সমাধান না করলে দীর্ঘদিন তারা ওই আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোকাবিলা করেন। অবশেষে পুলিশি আশ্বাসে আন্দোলন তুলে নেন গলসি লোকাল ট্রাক অনার্স কল্যান সমিতির সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct