আপনজন ডেস্ক: দেশজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছিল কাবুলে ভারতীয়দের অপহরণের খবরে। তবে স্থানীয় মিডিয়া সূত্র জানায় কাবুল বিমানবন্দরের বাইরে প্রত্যাবাসনের ফ্লাইটের জন্য অপেক্ষমান ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভ্রমণ নথিপত্র যাচাইয়ের জন্য নিকটস্থ একটি থানায় নিয়ে যাওয়া হয়। চেকিংয়ের পর তাঁদের হামিদ কারজাই বিমানবন্দরে একদম কাছে আলোকজাই নামে একটি স্থানে ছেড়ে দেয় তালিবানরা। সেখানকার একটি গ্যারাজে অপেক্ষা করছেন ভারতীয়রা।
এর আগে, কাবুলের কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে তালিবানরা ভারতীয়সহ দেড় শ মানুষকে অপহরণ করেছে। তালিবানরা সেই দাবি প্রত্যাখ্যান করেছে বলে তালিবান মুখ্যপত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের কাবুল ভিত্তিক সাংবাদিক শরীফ হাসান ট্যুইট করেছেন।
স্থাণীয় সংবাদমাধ্যম এইটলালাটরোজকে তালিবান মুখপাত্র আহমদুল্লাহ ওযাসেক বলেছেন, বিদেশিদের অপহরণ করারর খবর গুজব। বরং, তালিবানরা তাদেরকে নিরাপদে বিমানবন্দরে নিয়ে যেতে সাহায্য করেছে। সবােইকে বিমানবন্দরে নিরাপদে পৌঁেছ দেওয়া হয়েছে। এনডিটিভি সূত্র জানিয়েছে, তালিবানের ভারতীয় নাগরিকদের ‘তুলে নিয়ে’ যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বায়ু সেনার একটি বিমান প্রায় ৮৫জন ভারতীয়কে কাবুল থেকে সরিয়ে নিতে যেতে সক্ষম হয়। প্রথম দফায় ভারতীয় যাত্রীদের নিয়ে বিমানটি তাজিকিস্তানে নিরাপদে অবতরণ করেছে বলে সূত্র জানিয়েছে। দ্বিতীয় বিমানটিও অবশিষ্ট যাত্রীদের নিয়ে যাওযার জন্য অপেক্ষা করছে।
অন্যদিকে, চিনা সংবাদ সংস্থা জিনহুয়া বলেছে, দেড়শো ভারতীয় যাত্রীকে তালিবানরা পাহারা দিয়ে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দিয়েছে।
সূত্র আরও জানিয়েছে, শনিবার সকালে কেন্দ্রীয় সরকার যতটা সম্ভব ভারতীয়দের কাবুলের বিমানবন্দরে নিয়ে আসার চেষ্টা করছে যাতে তাদের নিরাপদে রাখা যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত দূতাবাসের সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আনুমানিক এক হাজার নাগরিক আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে রয়ে গেছে। তাদের অবস্থান ও পরিস্থিতি নিশ্চিত করা সমস্যার মুখে পড়েছে।
তাদের মধ্যে কাবুলের একটি গুরুদ্বারে প্রায় ২০০ শিখ এবং হিন্দু রয়েছে। বুধবারের শেষের দিকে তালিবানদের একজন মুখপাত্র উদার মনোভাব চিত্র তুলে ধরার চেষ্টা করেন। গুরুদ্বার প্রধানের একটি ভিডিও প্রকাশ করে বলেন, তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
অন্যদিকে পৃথকভাবে তালিবানদের রাজনৈতিক কার্যালয়ও দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার বিরুদ্ধে আহ্বান জানিয়ে দিল্লিতে বার্তা পাঠিয়ে বলেছে, তাদের নিরাপত্তার জন্য ভারতের ভয়ের কিছু নেই।
যদিও, কয়েকদিন আগে সূত্রগুলি বলেছিল যে তালিবান বাহিনী কমপক্ষে দুটি ভারতীয় কনস্যুলেটে প্রবেশ করেছে, অফিসে ভাঙচুর করেছে, নথি ও গাড়ি লুটপাট করেছে।
তবেম বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।
প্রতিদিন দুটি বিমান ভারতীয় যাত্রীদের তাজিকিস্তান ও কাতারের বিমানবন্দর থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনবে বলে বিদেশ মন্ত্রক সুত্র জানিয়েছে। zx`এখনও প্রায় ৩০০ ভারতীয় তালিবানদের কবজায় রয়েছে বলে সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে।
তবে, যতক্ষণ না ভারতীয় যাত্রীরা নিরাপদে দেশে ফিরছে ততক্ষণ দেশবাসীকে উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct