আপনজন ডেস্ক: কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কংক্রিটের দেওয়াল কাঁটাতারে মোড়া। তারমধ্যে তালেবানদের হাত থেকে রক্ষা পেতে এপাশে অপেক্ষা করছেন শত শত মানুষ। তাঁদের মধ্য থেকে একজন দুই হাতে ছোট্ট এক শিশুকে তুলে ধরলেন। কাঁটাতারের ওপাশ থেকে শিশুটিকে নিজের কাছে নিলেন মার্কিন এক সেনা। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকের প্রশ্ন, সেদিন কেন আফগান শিশুকে মার্কিন সেনার হাতে তুলে দেওয়া হল? এর পিছনে সত্য কি? তালেবানদের হাত থেকে ওই শিশুর প্রাণ বাঁচাতে কি শিশুটির অবিভাবক আমেরিকান সেনার হাতে একরত্তিকে তুলে দিল? যদিও এদিন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, 'নাম না–জানা ওই শিশু অসুস্থ ছিল। তাকে সাহায্য করার জন্য মার্কিন মেরিন সেনাদের কাছে আবেদন জানানো হয়েছিল। আপনারা যে ভিডিও নিয়ে কথা বলছেন...শিশুটি অসুস্থ ছিল। তার মা–বাবা শিশুটিকে দেখভালের জন্য মেরিন সেনাদের কাছে আবেদন করেছিলেন। এরপর আপনারা দেখেছেন, সেনারা শিশুটিকে দেওয়ালের ওপর দিয়ে নিজেদের কাছে নেয়। এবং বিমানবন্দরে থাকা নরওয়ের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর শিশুটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct