নিজস্ব প্রতিবেদক, ডিগঙ্গা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সর্বত্র দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান ক্যাম্প আয়োজিত হচ্ছে। শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা-২ ব্লকের দেগঙ্গা-১ পঞ্চায়েতের অন্তর্গত কার্তিকপুর হাইস্কুল মাঠে দুয়ারে সরকার শিবির হয়। তাতে উপস্থিত থেকে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ , সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, স্থানীয় প্রধান মোছলেমা বিবি, বিশিষ্ট সমাজসেবী অরুপ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল অদুদ মিন্টু, প্রাক্তন প্রধান আব্দুর রউফ,রবিউল ইসলাম,মনা দাস সহ অন্যান্যরা।
বিধায়ক নূরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে তা নজিরবিহীন। কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন শীত-গ্ৰীষ্ম-বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। সেই সঙ্গে তিনি উপভোক্তাদের নথিপত্র যাচাইয়ে সহযোগিতা করেন যাতে দ্রুত তাদের আবেদন মঞ্জুর হয় বা সমস্যার সমাধান হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct