এহসানুল হক, মাটিয়া: রাজ্যের অন্য এলাকার পাশাপাশি বসিরহাটে শনিবার থেকে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত মেটিয়া স্কুলে এই কর্মসূচি প্রথম দিন হল। ভোটের আগে থেকেই রাজ্যে শুরু হয়েছিল এই কর্মসূচি। জোর কদমে চলছিল এই দুয়ারে সরকার কর্মসূচির কাজ। প্রচুর মানুষ পরিষেবা পেয়েছিল এই দুয়ারে সরকার থেকে। তবে মধ্যে ভোট থাকায় বন্ধ ছিল এই কর্মসূচি।
বিধানসভা ভোট মিটতেই আবার মানুষের দুয়ারে "দুয়ারে সরকার"। ভোটের পর নতুন রূপে দুয়ারে সরকার শুরু হওয়ায় এই কর্মসূচিতে পরিষেবা নিতে লোকের সংখ্যা বেড়েই চলছে। এই দুয়ারে সরকার কর্ম সূচিতে অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত হয়েছে নতুন প্রকল্প "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্প। তাই এই কর্মসূচির লাইনে দেখা যাচ্ছে আগের তুলনায় প্রচুর লোকের উপস্থিতি। এদিন বসিরহাট-২ নম্বর শ্রীনগর মাটিয়া পঞ্চায়েতের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদের হাত দিয়ে ফের নতুন ভাবে উদ্বোধন হল এই দুয়ারে সরকার কর্মসূচির, উপস্থিত ছিলেন মাটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
এদিন বিভিন্ন আধিকারের তরফ থেকে জানা যায় এরপর থেকে বসিরহাটের বিভিন্ন জায়গায় চলবে এই দুয়ারে সরকার প্রকল্পের কাজ। ভোটের পর আবারও নতুন ভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকার এসে পৌঁচেছে এই কর্ম সূচি "দুয়ারে সরকার" এর মাধ্যমে। এই প্রকল্পের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে প্রকল্পভোগীর সংখ্যাও। তবে দুয়ারে সরকার এই কর্মসূচিতে পুরনো প্রকল্প ছাড়াও আছে লক্ষ্মীর ভাণ্ডার , স্বাস্থ সাথী সহ ইত্যাদি আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা। এই দুয়ারে সরকারে সুবিধা পাচ্ছে বিভিন্ন বর্ণ, জাতি ও বয়সের মানুষেরা। বাদ পড়ছেনা কোনো প্রান্তের মানুষ। এই প্রকল্পের আওতায় থাকা প্রত্যেকটি মানুষই পাচ্ছে এই প্রকল্পের সমস্ত সুবিধা। তাই সকাল সকাল এই প্রকল্প গুলির ফর্ম নিতে লম্বা লাইনে দাঁড়াচ্ছে নির্দিষ্ট এলাকার বাসিন্দারা। প্রধানের কাজ থেকে জেনে নিচ্ছেন প্রকল্পের নিয়মাবলী ও ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ সহ এই প্রকল্প সম্পর্কিত আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যে।
দুয়ারে সরকার যখন শুরু হয়েছিল তখন বিরোধীরা অভিযোগ করেছিল শুধু মাত্র ভোটের কথা মাথায় রেখেই রাজনীতি করতেই এই কর্মসূচি, সেই কথার জবাব দিয়েছেন মোশতাক আহমেদ ও উপপ্রধান প্রেমেন্দ্র মল্লিক। তিনি বলেছেন ভোটের জন্য রাজনীতি হলে নতুন করে এই কর্মসূচি হত না, আর এত লোক পরিষেবা নিতেও আসত না। দুয়ারে সরকারের প্রথম দিনেই এত মানুষ পরিষেবা নিয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct