সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গঙ্গাজলঘাটি ব্লকের কাঁচা রাস্তা গুলি পাকা করার দাবিতে বাঁকুড়া জেলা শাসক দপ্তরের সামনে অনশনে বসলেন এক সমাজসেবী। তার দাবি বিগত ২১ বছর ধরে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের অন্তর্গত কাপিস্টা অঞ্চলের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অধীনস্থ মুখ্য সড়ক পর্যন্ত গ্রামের কাঁচা রাস্তাগুলি পাকা হয়নি। বাগানগড়া বাস স্টপ এবং হাই স্কুল থেকে কাপিস্টা হয়ে পাহাড় গড়া হাসপাতাল যাওয়ার রাস্তাটি পাকা বানানোর জন্য জেলা পরিষদের অধীনস্থ যে কোন স্কিমের দ্বারা তহবিল মুক্তির দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে সামনে অনশনে বসলেন অশ্বিনী কুমার সিংহ নামে একসমাজসেবী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত। প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘক্ষণ কথা বলা হয়। তার দাবি যতক্ষণ না জেলাশাসক তার সাথে কথা বলছেন তিনি তাঁর অনশন চালিয়ে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct