আপনজন ডেস্ক: দেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে অন্যতম লাক্ষাদ্বীপ। এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মুসলিমদের হার প্রায় ৯৭ শতাংশ। সংখ্যালঘুপ্রধান এই কেন্দ্রশাসিত অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে আরবি বিষয়কে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে লাক্ষাদ্বীপ প্রশাসন। এর ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই দ্বীপপুঞ্জের প্রশাসক হিসেবে কেন্দ্রীয় সরকার নিয়োগ করেছেন বিজেপি ঘনিষ্ঠ প্রফুল খোডা প্যাটেলকে।
প্রফুল প্যাটেল প্রশাসন কাবারত্তি, অনদ্রোথ এবং কাদামাথ দ্বীপে থাকা কালিকট বিশ্ববিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে আরবি কোর্সে বন্ধের নির্দেশ দিয়েছে।এই নির্দেশ পেয়ে কেরল সরকার পরিচালিত কালিকট বিশ্ববিদ্যালয় লাক্ষাদ্বীপে তাদের স্টািড সেন্টারে অারবিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কোর্সগুলি প্রত্যাহার করে নিয়েছে।
কালিকট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, লাক্ষাদ্বীপ প্রশাসন নিষেধ করায় তারা আর ওই কেন্দ্রশাসিত অঞ্চলে আরবি কোর্স পড়াবে না। উল্লেখ্য, লাক্ষা দ্বীপে বিশ্ববিদ্যালয় না থাকায় সেখানে সাধারণত কেরলে বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের মাধ্যমে স্নাতকোত্তর স্তরে পঠনপাঠনের সুযোগ রয়েছে।
প্রায় এক সপ্তাহ আগে, প্রফুল প্যাটেল প্রশাসন জানিয়ে দেয় এবার আর কালিকট বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত এমএ আরবি, এমকম, এমএ ইংলিশ এবং এমএসসি অ্যাকুয়াকালচারের পাশাপাশি বিএ আরবি কোর্স পড়া যাবে না। এই কোর্সে পড়ার সুযোগ বন্ধ করে দিতে হবে।
আরও একটি বিষয় হল, লাক্ষা দ্বীপে আরবি কোর্স যারা পড়তেন তাদের বেশিরভাগ মহিলা। তাই তাদের নিজ দ্বীপে পড়ার সুযোগ না থাকায় কেরল বা অন্য কোনও রাজ্যে গিয়ে পড়তে হবে। যদিও কেরলের মালাপ্পুরম জেলায় অবস্থি কালিকট বিশ্ববিদ্যালয়ের এক কর্তকর্তা জানিয়েছেন, স্নাতকোত্তরে প্রায় ৩০জন আরবি পড়তেন লাক্ষাদ্বীপে।
তবে, লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল প্যাটেলের মুসলিম বিরোধী মনোভাব এই প্রথম নয়। এর আগে তিনি মুসলিম প্রধান এই রাজ্যে গোমাংস নিষিদ্বধ করেছেন। উল্টে মদের দোকানের ঢালাও ব্যবসা করারর অনুমতি দিয়েছেন। তিনি লাক্ষাদ্বীপেও গেরুয়া বাবদারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন। তার এই সাম্প্রদায়িক মনোভারে তাই চরম বিরোধিতায় নেমেছেন লাক্ষাদ্বীপের মুসলিমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct